শিক্ষার আলো ডেস্ক
দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চার বছর কোর্সের সেমিস্টারের মেয়াদ ছয় মাস নিশ্চিত করে মানসম্মত ও কর্মমুখী সিলেবাস প্রণয়নের নির্দেশ দিয়েছে সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পর এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত রোববার (১৫ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
আরো পড়ুন-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগে ১০ম গ্রেড দিতে নির্দেশ সরকারের
নির্দেশনায় বলা হয়েছে, ‘দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চার বছর কোর্সের সেমিস্টারের মেয়াদ ছয় মাস নিশ্চিত করে মানসম্মত ও কর্মমুখী সিলেবাস প্রণয়ণের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক দাবি উত্থাপিত হয়। এমতাবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে মেয়াদ নিশ্চিতকরণ এবং মাসসম্মত কর্মমুখী সিলেবাস প্রণয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
Discussion about this post