শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ওরিয়েন্টেশন আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
পরদিন থেকে শুরু হবে শিক্ষা কার্যক্রম। প্রকৌশল গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চুয়েট, কুয়েট এবং রুয়েটের স্নাতক পর্যায়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ২৭ অক্টোবর (রোববার) স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর (সোমবার) থেকে শিক্ষা কার্যক্রম (ক্লাস) শুরু হবে।
এর আগে প্রকৌশল গুচ্ছের চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত ১২ সেপ্টেম্বর। ভর্তি দুই দফা পেছানোর পর ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় তিনটিতে একযোগে ভর্তি কার্যক্রম শুরু হয়।
Discussion about this post