শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন।
গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন-ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. এটিএম মিজানুর রহমান
এতে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ধারা ১৪ (১) অনুসারে অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা এবং বিধি অনুসারে পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
Discussion about this post