শিক্ষার আলো ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে মাদরাসা শিক্ষাবোর্ডের অধিনে আলিমে পাসের হার ৯৩.৪০ শতাংশ।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জনা যায়।
আরো পড়ুন-বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু ২১ অক্টোবর
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ বেড়েছে ৫৩ হাজার ৩১৬। মোট ১১টি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। যা গত বছর ছিল ৯২ হাজার ৫৯৫ জন।
এছাড়া মুঠোফোনের SMS-এর মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।
Discussion about this post