শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, বিএম, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮৮ দশমিক ৯ শতাংশ।
এ বছর কারিগরি বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯২২ জন। এর মধ্যে ১ হাজার ৫৩০ জন ছাত্র এবং ৩ হাজার ৩৯২ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।
আরো পড়ুন-মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ
চলতি বছর এইচএসসি পরীক্ষায় সারাদেশে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
Discussion about this post