শিক্ষার আলো ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্য বিশিষ্ট একটি নতুন (আহ্বায়ক) কমিটি গঠন করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ৪ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ছাড়া বাকিরা হলেন-সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও মুখপাত্র উমামা ফাতেমা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ১৫৮ সমন্বয়ক ও সহ-সমন্বয়কের পদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সাবেক হলেন বৈষম্যবিরোধী এসব নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার রাত আটটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে এই কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আরও পড়ুনঃ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৭ কলেজের শিক্ষার্থীদের
এসময় সারজিস বলেন, এই চারজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সারাদেশে কাজ করবে। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। তিনি বলেন, সদ্যগঠিত এই আহ্বায়ক কমিটি শুধু জেলা-উপজেলা নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করতে কাজ করবে।
সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও মুখপাত্র উমামা ফাতেমাসহ কয়েকজন সমন্বয়ক বক্তব্য দেন। সব সমন্বয়কের মতামতের ভিত্তিতে এই কমিটি করা হয়েছে উল্লেখ করে তাঁরা বলেন, ভুয়া সমন্বয়ক পরিচয়ে কেউ যাতে অপকর্ম করতে না পারে, সেই চিন্তা থেকে তাঁরা সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করতে চান। সেই লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি কাজ করবে। কমিটির প্রধান লক্ষ্যগুলোর মধ্যে থাকবে অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করা এবং মুজিববাদীদের সব অপৎপরতার মূলোৎপাটন করা।
সমন্বয়ক আবদুল কাদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি জাতীয় সংগঠন হিসেবে কাজ করবে। এটি কখনো রাজনৈতিক দলে রূপ নেবে না।
Discussion about this post