শিক্ষার আলো ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল সময় নির্ধারণ করেছে বোর্ডগুলো। আগামী ১৩ অথবা ১৪ নভেম্বর এ ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৩ অথবা ১৪ নভেম্বর জানিয়ে দেওয়া হবে। যারা আবেদন করেছেন, তাদের এসএমএস দিয়ে ফলাফল জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।
আরো পড়ুন-পবিপ্রবিতে ক্লাস শুরু ৩ নভেম্বর
এর আগে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন গত ১৬ অক্টোবর শুরু হয়ে চলে ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিটি পত্রের ফলাফল পুনঃনিরীক্ষার ফি ছিল ১৫০ টাকা। এবারের এইচএসসি পরীক্ষায় সারা দেশে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেন।
Discussion about this post