শিক্ষার আলো ডেস্ক
রাজধানীর সাত সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তই থাকছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসব কলেজের জন্য আলাদা অবকাঠামো নির্মাণ করা হবে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, আজকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে কলেজের প্রতিনিধিরা কথা বলেছেন। এরপর একটি সিদ্ধান্ত হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি জায়গা ঠিক করা হবে যেখানে সাত কলেজের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যায়।
আরও পড়ুনঃ জুলাই-আগস্টে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ
তিনি বলেন, ‘সাত কলেজের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে শিক্ষা উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাত কলেজের প্রতিনিধিরা বলেছিলেন। তাদের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সাত কলেজের প্রশাসনিক কাজ আলাদাভাবে করার ব্যবস্থা নেওয়া হবে।’
‘তাদের আলাদা রেজিস্ট্রার থাকবে, ডেডিকেটেড কর্মকর্তা থাকবে। এগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলে করা হবে,’ যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আমরা আশা করি তারা আন্দোলন শেষ করবেন। একটা ইস্যু থাকলে, সেটা নিয়ে কথা বলার সুযোগ আছে। উপদেষ্টারা মনে করেন যে কারও যদি কোনো দাবি থাকে, তাহলে তারা যেন তাদের সঙ্গে কথা বলেন।’ আজকের আলোচনা খুবই ফলপ্রসূ ছিল। আশা করি শিক্ষার্থীদের আন্দোলন শেষ হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
Discussion about this post