শিক্ষার আলো ডেস্ক
৪ বছর ধরে হোয়াইট হাউসের চাবি হাতছাড়া থাকার পর ট্রাম্প তা পুনরুদ্ধার করলেন। শুধু তাই নয় এই নির্বাচনে জেতার মাধ্যমে তিনি গড়েছেন নতুন এক ইতিহাস।
এই জয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩১ বছরের রেকর্ড ভাঙলেন তিনি। দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করে পরাজিত হয়ে চার বছর পর পুনরায় নির্বাচনে জয়ী হলেন ট্রাম্প। তার আগে মার্কিন রাজনীতির ইতিহাসে হোয়াইট হাউস পুনরুদ্ধার করতে পেরেছেন একজনই; গ্রোভার ক্লিভল্যান্ড।
হোয়াইট হাউস জয়ী প্রথম দোষী সাব্যস্ত অপরাধী ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ৭৮ বছর বয়সে নির্বাচিত সবচেয়ে বয়স্ক ব্যক্তিও তিনি।
জরিপ বলছে, এবারের নির্বাচনে তিনশোর বেশি ভোট পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প কমলা হ্যারিসের মতো এমন একজন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন যিনি একজন ডেমোক্র্যাট নারী হিসেবে, একজন প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাস ভাঙতে চেয়েছিলেন। হতে চেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের রাষ্ট্রপতি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেলেন। আর ২২৩টি পেলেন প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস।
ভাষণে তার নির্বাচনী জয়কে তিনি ‘‘রাজনৈতিক বিজয়’’ বলে মন্তব্য করেছেন।তিনি আরও বলেন, এটি হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’। এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবার মহান করতে অনুমতি দেবে।
২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। তবে ২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউজ ছাড়তে হয়েছিল তাকে।
মূলত, বাইডেনের চার বছরের শাসনামলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। কর্মসংস্থানের সংকট সৃষ্টির পাশাপাশি অব্যাহত মূল্যস্ফীতির কারণে পড়ে গেছে জীবনযাত্রার মান। অন্যদিকে, বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি ও অভ্যন্তরীণ কিছু নীতির কারণেও সেখানকার মুসলমান নাগরিকরা আস্থা হারিয়ে ফেলেছেন ডেমোক্র্যাটদের প্রতি। বাইডেন প্রশাসনের বিগত দিনের ভুলগুলোর খেসারতই কমলাকে দিতে হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পকে ভালোই টক্কর দিচ্ছিলেন। বড় স্টেটগুলোতে জিতে হোয়াইট হাউস পুনরুদ্ধারের দৌড়ে থাকা সাবেক প্রেসিডেন্টের ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন ডেমোক্র্যাটদের নারী কাণ্ডারি। কিন্তু শেষ পর্যন্ত সুইং স্টেটের ফলাফলই কমলাকে ছিটকে দিলো দৌড় থেকে।
Discussion about this post