শিক্ষার আলো ডেস্ক
২০২৫ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ এখনও প্রকাশ করেনি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে এরমধ্যে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সময়সূচি ঘুরছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিভ্রান্তিকর এ অপ-তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমার স্বাক্ষর ও সিল নকল করে লেখা একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কোন সিলেবাসে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
Discussion about this post