নিজস্ব প্রতিবেদক
নগরীর প্রথম ও পূর্ণাঙ্গ ডিজিটাল বিদ্যালয় খ্যাত সাউথ এশিয়ান স্কুল গত ২০ নভেম্বর ,বুধবার স্কুল ক্যাম্পাসে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।এতে স্কুলের ছাত্রছাত্রীসহ এলাকার অন্যান্য শিশুদেরও চিকিৎসা সেবা প্রদান করা হয়।এই হেলথ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের কনসালট্যান্ট বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. ফুয়াদ মো. আব্দুল হাদী,এমবিবিএস,বিসিএস(স্বাস্থ্য),এমডি(শিশু স্বাস্থ্য)বিএসএমএমইউ।অন্যান্য ডাক্তারদের মধ্যে ছিলেন দন্ত ও মুখ গহ্বর বিশেষজ্ঞ, চর্মরোগ ও শিশুরোগে অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ।চিকিৎসার পাশাপাশি শিশুদের ফ্রি ব্লাড গ্রুপিং ও পুষ্টি বিষয়ক পরামর্শও দেয়া হয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা সংগঠন সন্ধানী’র চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট এই ক্যম্পে বিশেষ সেবা প্রদান করে।
সফল ও সুশৃংখল এই হেলথ ক্যাম্পে স্কুল এবং আশেপাশের এলাকার উল্লেখযোগ্যসংখ্যক শিশু চিকিৎসাসেবা গ্রহণ করে।এই চিকিৎসা সেবা পেয়ে অভিভাবকবৃন্দ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ প্রসংগে অভিভাবক ফাতেমা-তুজ-জোহরা বলেন, ঋতু পরিবর্তনের এই সময়ে ঘরে ঘরে শিশুরা নানা রোগে ভুগছে।তাই সাউথ এশিয়ান স্কুলের এই সময়পোযোগী ফ্রি হেলথ ক্যাম্প সত্যিই প্রশংসার দাবিদার।
সার্বিক আয়োজনে নেতৃত্বদানকারী প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ বলেন, সাউথ এশিয়ান স্কুল শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদের দৈহিক ও মানসিক সকল প্রকার বিকাশে প্রয়োজনীয় সবধরণের প্রোগ্রাম পরিচালনা করে থাকে।এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যসচেতনতায় নতুন বছরের প্রারম্ভে এই ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন।আপনারা জেনে আনন্দিত হবেন,আগামী বছর থেকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হেলথ চেকআপের উদ্যোগ গ্রহণ করা হবে।
এই হেলথ ক্যাম্প অত্যন্ত সুশৃংখল ও সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করার জন্য আমি শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীসহ ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সফল এই আয়োজনে সার্বিক পরিচালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. সালেহউদ্দিন, কো-অর্ডিনেটর মো.খোরশেদ মুকুল, আতাউল্লাহ জিহাদ এবং আব্দুল্লাহ আল মামুন।
Discussion about this post