শিক্ষার আলো ডেস্ক
চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যেকোনো দিনই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
এ বিষয়ে পিএসসি ক্যাডার শাখার এক কর্মকর্তা বলেন, জনপ্রশাসন চায় শিগগিরই ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন জারি করা হোক। এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য মন্ত্রণালয় থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট শাখায় তথ্য পাঠানো হয়েছে। এই সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-চার বিসিএস থেকে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগের পরিকল্পনা
গত রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ৪৭তম বিসিএস একেবারে নতুন। এটি দেওয়ার জন্য তারা প্রস্তুত। এটি এখন বিজ্ঞপ্তি জারির পর্যায়ে আছে। পুনর্গঠিত পিএসসি প্রথম বিজ্ঞপ্তি দিলে এটি দেবে। ক্যাডার পদ ছাড়া এই বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
Discussion about this post