মো. সাইদুল ইসলাম চৌধুরী
জমকালো আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজনেস ফেস্ট ৩.০ ও বিদায় অনুষ্ঠান। সাউদার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের উদ্যোগে স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন আয়োজিত ফেস্টে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল বিজনেস প্ল্যান আইডিয়া, কুইজ প্রতিযোগিতা, ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতা, ফেয়ারওয়েল প্রোগ্রাম, বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শনী, বায়োস্কোপ, রাইড, ব্যান্ড সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
সোমবার (০২ ডিসেম্বর) অনুষ্ঠিত এ ফেস্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সালাম, অধ্যাপক ড. ইসরাত জাহান, মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ট্যালেন্ট ম্যানেজমেন্ট এর ফাউন্ডার এন্ড সিইও নোমান বিন জহির উদ্দিন, হেড অব এইচআর এন্ড এডমিন, একে খান এন্ড কোম্পানির একে এম মারুফ হক, বিএসআরএম গ্রুপের হেড অব সেলস এন্ড মার্কেটিং মো. ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, সানমার প্রপার্টিজের সিনিয়র জেনারেল ম্যানেজার(রিজিওনাল সেলস) নাজিউল ইসলাম শামীম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
Discussion about this post