শিক্ষার আলো ডেস্ক
দেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির আয়োজন করা হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, ‘লটারি আয়োজনের তারিখ পরিবর্তন হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর ভর্তির লটারি আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন।’
গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।
আরো পড়ুন-এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত
ভর্তি কমিটি জানান, ৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। সরকারিতে স্কুল আবেদনকারীরা পছন্দ দিয়েছেন ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি।
Discussion about this post