শিক্ষার আলো ডেস্ক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে টেলিটকের কারিগরি সহায়তায় ডিজিটাল অনলাইন লটারীর মাধ্যমে প্রস্তুতকৃত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল দেখা যাবে।
৬৮০টি সরকারি ও ৩ হাজার ১৯৮ টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে গত ১২ নভেম্বর হতে ৩১ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়।
দেশব্যাপী প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ৬৮০টি সরকারি বিদ্যালয়ের ১ লাখ ৮ হাজার ৭১৬টি শূন্য আসনের বিপরীতে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি আবেদন আবেদন গৃহীত হয়। ৩ হাজার ১৯৮টি বেসরকারি বিদ্যালয়ে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি শূন্য আসনের বিপরীতে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি আবেদন পড়েছে।
আরো পড়ুন-২০২৫ সালের এসএসসির রুটিন প্রকাশ,পরীক্ষা শুরু ১০ এপ্রিল
শূন্য আসন থাকা সাপেক্ষে এবং প্রার্থীর স্ব-স্ব ক্ষেত্রে ক্লাস, শিফট ও পছন্দের ক্রমানুযায়ী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ডিজিটাল অনলাইন লটারি কার্যক্রমে সফটওয়্যারের মাধ্যমে Random পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সরাসরি তত্ত্বাবধানে ডিজিটাল অনলাইন লটারি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র-ছাত্রী নির্বাচন কার্যক্রমে শতভাগ সঠিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।
ডিজিটাল লটারির ভর্তির ফলাফল- https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এসএমএস পদ্ধতিঃ GSA Result User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে।
Discussion about this post