মো. সাইদুল ইসলাম চৌধুরী
নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করলো সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর পর খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সিটি কতৃর্পক্ষ।
এর আগে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাউদার্ন ইউনিভার্সিটিতে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা, ট্রাস্টি বোর্ডের সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দসহ কর্মকতার্রা।
পরে বীর শহীদদের আত্মার মাগফেরাত এবং প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের প্রধান ড. মোহাম্মদ নুরুন্নবী।
Discussion about this post