শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা শুরু হতে আর মাত্র ১১ দিন বাকি। ২০২৫ সালের ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে ১৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
রুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তির জন্য আবেদনকারীদের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫। কোনো কোনো বিভাগের জন্য এই পরীক্ষার পরও দিতে হবে নির্বাচনী লিখিত পরীক্ষা, যার তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৫।
আরো পড়ুন-কৃষিগুচ্ছের ওরিয়েন্টেশন, ডিগ্রি ও বিশ্ববিদ্যালয় পরিবর্তন নিয়ে নতুন নির্দেশনা প্রকাশ
আর্কিটেকচার বিভাগসহ সব বিভাগে পরীক্ষা দিতে চাইলে আবেদন ফি দিতে হবে ১ হাজার ৪৫০ টাকা। তবে আর্কিটেকচার বাদে অন্যগুলোর জন্য আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টা।
Discussion about this post