ক্যারিয়ার ডেস্ক
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আয়োজন করা হতে পারে। ইতোমধ্যে প্রশ্নপত্র তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১২ জানুয়ারি) পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ‘কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মার্চের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে রেলওয়ে নিয়োগের এমসিকিউ পরীক্ষা আয়োজন করা হতে পারে। এ জন্য সংশ্লিষ্টরা কাজ করছেন।’
আরো পড়ুন-৪৩তম বিসিএস থেকে সহকারী কমিশনার হলেন ২৬৭ জন
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা বাতিল করে পিএসসি। ওইদিন এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই তারিখে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল করা হলো।’
Discussion about this post