শিক্ষার আলো ডেস্ক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য সপ্তম ধাপের রিপোর্টিং ও চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ষষ্ঠ ধাপের চূড়ান্ত ভর্তি শেষে ২টি অনুষদ ও ১৬টি বিভাগে মোট ৪৫টি আসন ফাঁকা রয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। রিপোর্টিংয়ের সময় জিএসটি পরীক্ষার প্রবেশপত্র ও সাবজেক্ট চয়েসের লিস্ট সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।
নোটিশে দেখা যায়, কৃষি অনুষদ ও ডেভেলপমেন্ট স্টাডিজ, পরিসংখ্যান বিভাগে ৬টি; পদার্থবিজ্ঞান বিভাগে ৫টি; এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪টি; গণিত, সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগে ৩টি; মাৎস্যবিজ্ঞান অনুষদে ২টি এবং স্থাপত্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইসিই, ইইই, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ও মার্কেটিং বিভাগে ১টি করে আসন ফাঁকা রয়েছে।
ষষ্ঠ ধাপের ভর্তি শেষে ফাঁকা আসনগুলো পূরণের লক্ষ্যে অপেক্ষামাণ তালিকায় থাকা নির্দিষ্ট সিরিয়াল পর্যন্ত প্রার্থীদের আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিএসসির তৃতীয় তলায় নির্দিষ্ট কক্ষে রিপোর্টিং করতে বলা হয়েছে। যেসব শিক্ষার্থী ইতোমধ্যেই হাবিপ্রবিতে ভর্তি আছেন, কিন্তু বিভাগ পরিবর্তনের জন্য মাইগ্রেশন চালু রেখেছেন তাদেরও রিপোর্টিং কক্ষে উপস্থিত হয়ে রিপোর্টিং করতে বলা হয়েছে।
আরো পড়ুন-চবি ভর্তি পরীক্ষার আবেদন সময় বৃদ্ধি
রিপোর্টিংকৃত প্রার্থীদের মধ্যে থেকে মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ওই দিনই সন্ধ্যা ৭টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।
Discussion about this post