শিক্ষার আলো ডেস্ক
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে এবং অবিলম্বে ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে প্রায় আড়াইশ শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও শিক্ষকরা এসে সংহতি জানান।
শিক্ষার্থীরা জানান, তারা ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা দাবি করেন, কোটা থাকায় অনেক যোগ্য শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পায়নি। অবিলম্বে কোটা বাতিল চান তারা।
এসময় তারা “অবিলম্বে ফলাফল বাতিল করো করতে হবে”, “কোটা না মেধা, মেধা মেধা”, “মেডিকেলের ফলাফল, পুনঃপ্রকাশ করতে হবে” ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে নিটোরের সহযোগী অধ্যাপক ডা. ইদ্রিস আলী সংবাদমাধ্যমকে বলেন, “একজন ছেলে বা মেয়ে ৭৩ নম্বর পেয়েও মেডিকেলে চান্স পাচ্ছে না অথচ মুক্তিযোদ্ধা কোটায় ৩৬ বা ৩৭ পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কেন এই বৈষম্য থাকবে। আমরা এই ফল মানি না।”
চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী ফারিয়া ইয়াছমিন বলেন, মেডিকেলের মত শিক্ষায় ভর্তি পরীক্ষায় পাসমার্ক নূন্যতম ৬০ হওয়া উচিত। আর কোটাধারীদের ভর্তির যোগ্যতার পাসমার্ক হওয়া উচিত কাটমার্কের চেয়ে ৫ নম্বর কম । অথচ এই বছর নাতি-নাতনি কোটায় কাট মার্কের চেয়ে ৩০/৩৫ কম পেয়েও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে যা আমরা মেনে নিতে পারি না,মানবো না।আমরা মুক্তিযোদ্ধা কোটাসহ সকল ধরনের কোটার বিলুপ্তি চাই।
শিক্ষার্থীরা বলেন, “প্রয়োজনে আমরা ঢাকাসহ সারাদেশের সব মেডিকেলের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামবো। আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে।”
সলিমুল্লাহ মেডিকেলের আরেক শিক্ষার্থী নুহা বলেন, ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মারা গেলে, ডাক্তারের দোষ হয়।মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয় ডাক্তার তৈরির জন্য, সেখানে যদি কোটার মাধ্যমে অযোগ্যদের নেওয়া হয় তাহলে তো রোগী মারা যাবে ভুল চিকিৎসায়।
এর আগে, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রাখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রবিবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে হল থেকে মিছিলটি শুরু হয়। এরপর ভিসি চত্বর ও টিএসসি হয়ে শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এসময় তারা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
অন্যদিকে, রবিবার (১৯ জানুয়ারি) রাত ১০টায় মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক নাদিম মাহমুদ শুভ বলেছেন, মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশের জন্য আজ আমরা স্মারকলিপি দিতে যাবো এবং ফলফল পুনঃপ্রকাশ না করলে লাগাতার কর্মসূচি দেয়া হবে।
Discussion about this post