শিক্ষার আলো ডেস্ক
এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকছে না বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে তারা।
বুধবার (২৩ জানুয়ারি) এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের সই করা ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্বতন্ত্র নিজস্ব ব্যবস্থাপনায় হবে।
তিনি বলেন, গতকাল একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকার থেকে চাওয়া হয়েছে আমরা গুচ্ছে থাকি, কিন্তু সভায় সবাই একমত পোষণ করেন যে কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমাদের স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়া উচিত।
রেজিস্ট্রার আরো বলেন, গুচ্ছের কারণে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং আমাদের সেশনজট তৈরি হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করা, দীর্ঘসূত্রতা কাটিয়ে ওঠা ও কোয়ালিটি স্টুডেন্ট পাওয়া- এ তিন কারণেই আলাদাভাবে স্বতন্ত্র ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, আমরা গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। এরইমধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নোটিশ আকারে জানিয়ে দিয়েছি। এর আগে আমরা এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। শিক্ষকেরা এ নিয়ে জোরালো সমর্থন দিয়েছেন।
Discussion about this post