শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে এ ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন এই ইউনিটের ভর্তি পরীক্ষার কোঅর্ডিনেটর ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।
এবার পাসের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ। মোট ৮৪৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। এরমধ্যে ৬২২ জন মেয়ে এবং ২২৩ জন ছেলে।
এর আগে গত গত ৪ জানুয়ারি বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছিল। এবার আসন প্রতি লড়ছেন প্রায় ৪৭ জন ভর্তিচ্ছু।
Discussion about this post