সমুদ্রের প্রায় ৫ হাজার কিলোমিটার জুড়ে ছিল বিস্তৃতি। আঘাতের লক্ষ্যবস্তু ছিল দুই দেশের বিশাল উপকূল। বাতাসের গতি কিংবা ঢেউয়ের তীব্রতা সবদিক থেকেই বিরল এক ঘূর্ণিঝড় ছিল সুপার সাইক্লোন আম্পান। তবে এতো শক্তিধর আম্পানকেও হার মানতে হয়েছে রয়েল বেঙ্গলের গর্ব সুন্দরবনের কাছে। তাই আবারো সবার কণ্ঠে উঠে এলো সুন্দরবন সংরক্ষণের আহ্বান।
Discussion about this post