শিক্ষার আলো ডেস্ক
ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
আজ বুধবার ভোররাত সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ ঘোষণা দেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভায় পোষ্য কোটার সুবিধা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পর্যালোচনার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।’
এর আগে মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে আসেন এবং সেখানে তালা ঝুলিয়ে দেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। পরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন।
Discussion about this post