শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার চার ইউনিট ও উপ-ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন শিক্ষার্থীরা। প্রতি ইউনিটের পরীক্ষার আগে পর্যন্ত ডাউনলোডের সুযোগ পাবেন তারা। গত ১৩ ফেব্রুয়ারি এ প্রক্রিয়া শুরু হয়েছে।
গত ২০ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়। ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়েছে, ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ‘বি-১’ ও ‘বি-২’ উপ-ইউনিটের আবেদনকারীরা তাদের প্রোফাইল এর Application Tab থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এবং ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি’র ৭ম সভার বিবিধ সিদ্ধান্তক্রমে প্রবেশপত্র সংগ্রহ বা ডাউনলোডের সময়সীমা নির্ধারণ করা হয়।
১৩ ফেব্রুয়ারি থেকে ‘এ’ ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ বা ডাউনলোড শুরু হয়। সর্বশেষ ৮ মার্চ ‘ডি-১’ উপ-ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রতিটি পরীক্ষার এক ঘণ্টা আগ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে ।
আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। এ ছাড়া ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলি চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discussion about this post