অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। নতুন এ রাজনৈতিক দলের দায়িত্ব নিতে নাহিদ ইসলাম উপদেষ্টার পদ ছেড়েছেন বলে জানা যায়।
নতুন রাজনৈতিক দল আসার খবরের মধ্যেই একাধিক সূত্র জানিয়েছিল, নাহিদই এ দলের প্রধান হচ্ছেন। গত সপ্তাহে নাহিদ ইসলাম নিজেও জানান, নতুন রাজনৈতিক দলে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা আছে।
আরো পড়ুন-জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ভাতা পাবে প্রতি মাসে
Discussion about this post