শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে রুয়েট ভর্তি পরীক্ষা প্রাক্-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয়।
ফলাফল দেখুন এখানে
রুয়েট ভর্তি পরিক্ষায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী গত ৮ ফেব্রুয়ারি তিন শিফটে প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১০ ফেব্রুয়ারি ভর্তির প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রাক্-নির্বাচনী পরীক্ষায় তিন শিফটে ৮ হাজার ২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়।
নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ৯৩০ জন ভর্তি-ইচ্ছুক চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
Discussion about this post