শিক্ষার আলো ডেস্ক
আবারো দীর্ঘ ৯ বছর পর আগামী ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম সমাবর্তন। এতে অংশগ্রহণের জন্য আগামী ১৫ মার্চ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, সমাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে এবং সমাবর্তন উদযাপন কমিটির সদস্য-সচিব ও চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় একটি সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা নির্ধারিত রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তনের বিস্তারিত নির্দেশিকা, রেজিস্ট্রেশন ফি, এবং অংশগ্রহণের যোগ্যতার বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সমাবর্তন মে মাসের মাঝামাঝি সময়ে আয়োজনের খসড়া সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি এবং একটি কমিটি গঠন করা হয়েছে।
Discussion about this post