শিক্ষার আলো ডেস্ক
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম-এর ইংরেজী বিভাগ এবং কালচারাল ক্লাব দ্য
ক্রিয়েটিভ এলসক একসঙ্গে আয়োজন করেছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব “টেক্সট টু স্ক্রিন:
ইউসিটিসি ইএলএল ডিপার্টমেন্ট ফিল্ম ফেস্ট ’২৫”। এটি হচ্ছে ইউসিটিসিতে ইংরেজি বিভাগ কর্তৃক
আয়োজিত প্রথম ফিল্ম ফেস্ট। উৎসবের প্রথম দিন ক্যাম্পাসের হলরুম ভরে ওঠে শেইক্সপিয়ারের
চিরসবুজ ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’ দেখার উত্তেজনায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপাচার্য
অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, বিভাগীয় প্রধান, কবি ও
সাহিত্যিক মো. জিয়াউল হক-সহ সকল শ্রদ্ধেয় শিক্ষকগণ। উৎসবের দ্বিতীয় ও তৃতীয় দিনে দেখানো
হয়েছে যথাক্রমে জহির রায়হান-এঁর কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হাজার বছর ধরে’ এবং
কোরিয়ান মাস্টারপিস ‘ট্রেইন টু বুসান’! শিক্ষার্থীরা চলচ্চিত্রের মাধ্যমে সাহিত্যকে নতুনভাবে
আবিষ্কার করার সুযোগ পান। সাহিত্য ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা!
Discussion about this post