শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম হয়েছেন হলি ক্রস কলেজের শিক্ষার্থী সাইফা বিনতে ওয়ারিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) প্রকাশিত ফলাফলে এই তথ্য পাওয়া যায়।
এছাড়া বাণিজ্য বিভাগে প্রথম হয়েছেন নটর ডেম কলেজের তোফায়েল আহমেদ। তিনি ১২০ নম্বরের মধ্যে ১০২ দশমিক ২৫ নম্বর পেয়েছেন।
বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছেন রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী কে এ এইচ এম তাহমীদ। তিনি ১২০ নম্বরের মধ্যে মোট ১০৮ দশমিক ২৫ নম্বর পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ও সমমানের বিভাগ থেকে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।
ভর্তি পরীক্ষার ইউনিট অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মানবিকের ১৭০৭ আসন, বিজ্ঞানের ৯৪৪ আসন, এবং ব্যবসায় শিক্ষার ২৮৩ আসন নিয়ে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
এরমধ্যে ৯ দশমিক ৮৫ ভাগ শিক্ষার্থী পাস করেছেন। মানবিকে ৫৭১৪ জন, বিজ্ঞানে ৪৮৫৭ জন এবং ব্যবসায় শিক্ষার ৭৩৯ জন পাস করেছেন।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
(ক) পাস করা ছাত্র/ছাত্রীদের আগামী ২৪ মার্চ বিকেলে ৩টা হতে ১৬ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
(গ) ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ০৯ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
Discussion about this post