শিক্ষার আলো ডেস্ক
নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২০৮ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অফিসিয়াল পেইজে এই কমিটি ঘোষণা করা হয়।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক এম জে এইচ মঞ্জু ও কেন্দ্রীয় সদস্য সচিব আতিক শাহরিয়া সাক্ষরিত এই কমিটির আহ্বায়ক হলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান ও সদস্য সচিব চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হুসাইন মাসুম। এছাড়া মুখ্য সংগঠক ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রুবায়েত সম্রাট এবং মুখপাত্র চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানিয়া আক্তার।
চট্টগ্রামের ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের এবং সব বিভাগের বিভিন্ন বর্ষের সম্মুখসারির আন্দোলনকারীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
মূলত অরাজনৈতিক এই প্ল্যাটফর্মটি বিচার এবং সংস্কার এর কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করবে। এই প্লাটফর্ম ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে জুলাইয়ের স্মৃতি নিয়ে কাজ করতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনীয় সংস্কারের জন্যই এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
Discussion about this post