খেলাধূলা ডেস্ক
বাংলাদেশ অচেনা নয় হামজা চৌধুরী। কিন্তু বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলারের এবারের আগমন ঐতিহাসিক এক ঘটনার জন্ম দিচ্ছে। শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা এবার খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে।
লাল-সবুজের জার্সিতে এখনও অভিষেক হয়নি হামজা চৌধুরীর। কিন্তু তার আগেই ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। তার আগমনে উৎসব শুরু হয়েছে নিজ গ্রামে।সেখানে হামজাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে স্বজন ও ভক্তরা। হামজাকে দেখার পরপরই ভক্তদের ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা, হামজা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এয়ারপোর্ট প্রাঙ্গণ।
এ সময় হামজা চৌধুরী সিলেটি ভাষায় বলেন, ‘আপনারা সব যে আইছইন আমারে দেখবার লাগি, আমার ভালা লাগছে।’ পরে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে স্লোগানও দেন।
তার পর আসন্ন ম্যাচ নিয়ে তার লক্ষ্যের কথা বাংলাতে বলতে বললে তিনি জানান, ‘ইনশাআল্লাহ, আমরা জিতবো। বাংলাদেশের সঙ্গে আমার বড় স্বপ্ন আছে। ইনশাআল্লাহ আমরা জিতে পরবর্তী পর্বে যেতে পারবো।’
আগামী ২০ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে জাতীয় দলের সঙ্গে দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে তার।
হামজা মঙ্গলবার রাতে হবিগঞ্জ সফর শেষে ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ১৯ মার্চ বাংলাদেশ দলের টিম ফটোসেশন রয়েছে। এরপরই সংবাদ সম্মেলন। পর দিন অর্থাৎ ২০ মার্চ দলের সঙ্গে উড়াল দেবেন ভারতে। সেখানে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ইংল্যান্ডের লেস্টারে জন্ম নেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজার লেস্টার সিটির একাডেমিতে ফুটবলে পথচলা শুরু। ব্রাইটন অ্যালবিয়নের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা করেন ২০১৫ সালে। দুই মৌসুম কাটিয়ে ২০১৭ সালে লেস্টারে যোগ দেন। ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবাও কাপসহ ঘরোয়া সব আসরে খেলেছেন হামজা।
২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে যান হামজা। পরে আবার ফেরেন লেস্টারে। আপাতত ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়েও খেলেছেন। দেশটির অনূর্ধ্ব-২১ ইউরো দলে খেলেছেন তিনি।
Discussion about this post