শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন ১৮ মার্চ থেকে শুরু। ওইদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ভর্তি কার্যক্রম চলবে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।
জানানো আরো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ১৩ এপ্রিলের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৫ মে থেকে শুরু হবে। এ ভর্তি কার্যক্রমের সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রসপেকটাস/ ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে পাওয়া যাবে।
Discussion about this post