খেলাধূলা ডেস্ক
বিরল এক রেকর্ড গড়েছেন মুস্তাকিম হাওলাদার। যেকোনো পর্যায়ে যেকোনো সংস্করণে ৪০০ রানের ইনিংস খেলার রেকর্ড নেই বাংলাদেশের কোনো ব্যাটার। সেই আক্ষেপ এবার ঘুচিয়েছেন মুস্তাকিম।
স্কুল ক্রিকেটে কোয়াড্রপল হাঁকিয়েছেন মুস্তাকিম।
ওয়ানডে সংস্করণের ক্রিকেটে রেকর্ডটি গড়েছেন সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে। ওপেনিংয়ে নেমে ৪০৩ রানে অপরাজিত থাকেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ব্যাটার। ১৭০ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫০ চার ও ২২ ছক্কায়। ব্যাটিং করেছেন ৪ ঘণ্টা ২০ মিনিট।
এই ইনিংসটি ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন মাইলফলক। মুস্তাকিমের ব্যাটিং পারফরম্যান্স শুধু তার দলের জন্য নয়, পুরো দেশের ক্রিকেটের জন্যও গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ৪০৪ রান করার পথে, তিনি ব্যাট হাতে এমন একটি দৃশ্য দেখিয়েছেন, যা দর্শকদের মনে চিরকাল অম্লান হয়ে থাকবে।
তবে, মুস্তাকিমের এই অর্জন কেবল তার ব্যাটিং দক্ষতার পরিচয় দেয় না, তার ধারাবাহিক পরিশ্রম এবং কৌশলের ফলও। তার ইনিংসটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে স্বীকৃত হয়ে থাকবে।
দেশের ক্রিকেটে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৩৩৪ রানের।
মিরপুরে রেকর্ডটি গড়েন তামিম ইকবাল। ২০২০ সালে প্রথম শ্রেণির ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে রেকর্ডটি গড়েন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলা তামিম। ৪২৬ বলের ইনিংসটি সাজিয়েছিলেন ৪২ চার ও ৩ ছক্কায়। তামিমের আগে প্রথম ব্যাটার হিসেবে ত্রিপল সেঞ্চুরি করেন রকিবুল হাসান। ২০০৭ সালে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন বরিশাল বিভাগের হয়ে।
এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ব্রায়ান লারা ২০০৪ সালে টেস্ট ক্রিকেটে ৪০০ রান করার রেকর্ডটি আজও অক্ষত রয়েছে, যা তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট অফ স্পেন এ অপরাজিত ৪০০ রান করেছিলেন। এখনও পর্যন্ত এই রেকর্ড কোনো ব্যাটসম্যান ভাঙতে পারেননি, যদিও মুস্তাকিমের ৪০৪ রানের এই ঐতিহাসিক ইনিংসটি বাংলাদেশের ক্রিকেটে একটি নতুন উচ্চতায় পৌঁছানোর প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।
Discussion about this post