শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় উর্ত্তীণ হয়েছেন ৩৮৬৩ জন ভর্তিচ্ছু। মেধা তালিকার পাশাপাশি দ্বিগুণ অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকার ফলাফল কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
আরও পড়ুন-চুয়েটের শূন্য আসনে ডাকা হলো অপেক্ষমান শিক্ষার্থীদের
এসময় তিনি বলেন, ৯৬ হাজার ৮৪১ জন এবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। এরমধ্যে ৯৪ হাজার ২০ জন ভর্তি পরীক্ষার ফি দিয়েছেন আর প্রবেশপত্র ডাউনলোড করেছেন ৯১ হাজার ৩৭ জন। তাছাড়া ৮০ হাজার ৮৯০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।
Discussion about this post