শিক্ষার আলো ডেস্ক
আগামী মে মাসের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। আর কোরবানির ঈদের আগে প্রতিযোগিতামূলক ডাকসু নির্বাচন দিতে হবে এমনটা দাবি করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, একটি অদৃশ্য শক্তির প্রভাবে ডাকসু নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। আর সেই প্রভাবেই গতকাল সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ছাড়াই ডাকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। কারও প্রভাবে ডাকসু নির্বাচন পেছানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন হতে পারে।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, বিগত সময় ছাত্রলীগের নির্যাতনের মুখেও ডাকসু নির্বাচনের দাবি থেকে পিছপা হইনি। তাই ভয়ভীতি দেখিয়ে ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, ডাকসু নির্বাচন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতির কালো থাবা মুক্ত হবে। ডাকসু নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার করে ভোট দেয়ার দাবি করেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী, মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন করা হবে। একইসঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হবে।
একই মাসের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তবে তফসিল কবে ঘোষণা করা হবে, আর কবে নির্বাচন হবে, রোডম্যাপে তার কোনো উল্লেখ নেই।
Discussion about this post