অনলাইন ডেস্ক
জলবায়ু পরিবর্তনের ঝুঁকির সঙ্গে মানিয়ে নিতে পারে এমন শহুরে অবকাঠামো নির্মাণে জার্মান সরকার বাংলাদেশে ৫ কোটি ২৫ লাখ ইউরো অর্থায়ন করতে যাচ্ছে; যা প্রায় ৭২৪ কোটি টাকা।
আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় এই সংক্রান্ত একটি উন্নয়ন সহযোগিতা চুক্তি সই হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ঢাকায় জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার চুক্তিতে সই করেন।
ঢাকায় জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অনুদান দিয়ে ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপ্টেড আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম-৮-এ অর্থায়ন করা হবে।
“২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ ও জার্মানি জলবায়ু ও উন্নয়ন অংশীদারত্ব (সিডিসি) নিয়ে যে যৌথ ঘোষণায় (জেডিআই) সই করেছে, এটি তার অধীনে প্রথম অনুদান।”
জার্মান দূতাবাস বলছে, এই অনুদান দিয়ে চলা প্রকল্পের অধীনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া হবে, যাতে তারা জলবায়ু অভিযোজিত সক্ষমতা জোরদারে এবং ঝুঁকির মুখে থাকা মানুষদের জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো অবকাঠামো তৈরি করে দিতে পারে।
Discussion about this post