শিক্ষার আলো রিপোর্ট
বন্দরনগরীর প্রফেশনাল কোর্স পরিচালনাকারী শিক্ষাপ্রতিষ্ঠান বিথম কলেজ অব প্রফেশনালস-এ বিগত সেশনে ভর্তি হওয়া FOUNDATION, UNDERGRADUATE & POSTGRADUATE ও PROFESSIONAL DIPLOMA কোর্স এর শিক্ষার্থীদের সার্টিফিকেশন প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ এপ্রিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রোগ্রামে সভাপতিত্ব করেন কলেজের প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথিরুপে উপস্থিত ছিলেন OTHM, UK এর পার্টনারশীপ বিভাগের প্রধান মি. এনড্রিউ রেনি। ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি বিভাগের প্রভাষক মো: মহিউদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. রকিবুল হোসাইন এবং বেস্ট ওয়েস্টার্ন এ্যালায়েন্স হোটেলের অপারেশনস ম্যানেজার ইয়াসিন আরাফাত। আরও উপস্থিত ছিলেন হেড অব একাডেমিক অপারেশনস মো. জিয়াউদ্দিন নয়ন , আইসিটি বিভাগের প্রভাষক রেফায়া তাসকিন শ্যামা এবং আফসানা তাবাসসুম, বিজনেস বিভাগের প্রভাষক উম্মে হুমায়রা এবং তাসনিয়া হক এবং ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি বিভাগের প্রভাষক রিদওয়ান বিনতে নাসির।
বক্তব্যে অধ্যাপক রকিবুল হোসাইন বলেন, দেশের ট্যুরিজম শিল্পকে সমৃদ্ধ করতে হলে, ভ্রমণকারীদের নিরাপত্তা,সেবার সহজলভ্যতা ও প্রযুক্তি সুবিধা নিশ্চিত করতে হবে।ছাত্রছাত্রীদের কর্মবান্ধব শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা লাভেরও আহ্বান জানান তিনি। অপর বক্তা ইয়াসিন আরাফাত সম্পদের সীমাবদ্ধতাকে ছাপিয়ে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।হোটেল ম্যানেজম্যান্টের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই শিল্পের মুল কাজ হলো অতিথির সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।
প্রধান বক্তা এনড্রিউ রেনি বলেন, প্রাকৃতিক বৈচিত্রতায় ভরপুর বাংলাদেশের অপার সম্ভাবনার দ্বার খুলে দিতে তরুণ প্রজন্মকে তাদের জ্ঞান ও মেধার সদ্ব্যাবহার করতে হবে।OTHM, UK তাদের এই স্বপ্নকে এগিয়ে দিতে সাহয্যের হাত প্রসারিত করেছে।মেধাবী এই প্রজন্ম বিশ্বস্বীকৃত এই ডিগ্রী গ্রহণ করে দেশকে সমৃদ্ধ করবে এই আশা রাখি।
তিনি বিথম কলেজের শিক্ষাপরিবেশ ও কমর্কান্ডের প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ শিক্ষা প্রদানে বিথম বদ্ধপরিকর।চট্টগ্রামে বসে আন্তর্জাতিকমানের প্রফেশনাল ডিগ্রী অর্জনের একমাত্র সুযোগ প্রদান করছে বিথম কলেজ। কারণ এখানকার কোর্স কারিকুলাম,সিলেবাস ও কোর্স মেটেরিয়ালস সবকিছুই OTHM, UK কর্তৃক সরবরাহকৃত।তিনি সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে সনদ ও প্রশংসাপত্র তুলে দেন প্রধান অতিথি।
Discussion about this post