শিক্ষার আলো ডেস্ক
চীনের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি দিয়ে থাকে। তেমনি একটি বৃত্তি প্রেসিডেনশিয়াল স্কলারশিপ। দেশটির জিয়াংসু বিশ্ববিদ্যালয় এ স্কলারশিপ দেয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
বৃত্তির সুযোগ-সুবিধাসসমূহ-
স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য বৃত্তির জন্য সুবিধা ভিন্ন ভিন্ন। এর মধ্যে ইংরেজি ভাষায় স্নাতক প্রোগ্রামের জন্য শিক্ষার্থীদের প্রথম বছর ১০ হাজার চায়নিজ ইউয়ান দেওয়া হবে।
পড়াশোনার বিষয়গুলো—
ইঞ্জিনিয়ারিং, বিমা, আর্থিক ব্যবস্থাপনা, অর্থনীতি, হিসাবরক্ষণ, পরিসংখ্যান, অটোমেশন, বাণিজ্য, ব্যবসা, বিপণন, মানবসম্পদ, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।
আরও পড়ুন-নিউজিল্যান্ডের ‘টঙ্গারওয়া স্কলারশিপ’, থাকছে নানা সুযোগ-সুবিধা
প্রয়োজনীয় তথ্য
- বৈধ পাসপোর্টের কপি
- সর্বশেষ ডিগ্রির ট্রান্সক্রিপ্ট
- ডিগ্রির সার্টিফিকেট
- ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট
- পারিবারিক আর্থিক বিবরণী
- গবেষণা প্রস্তাব (মাস্টার্স এবং পিএইচডি) ও
- দুটি সুপারিশপত্র (স্নাতকোত্তর ও পিএইচডির জন্য)।
- আবেদনের যোগ্যতা—
- স্নাতক ডিগ্রির জন্য আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের বয়স ২৫ বছরের কম হতে হবে
- স্নাতকোত্তরের ৩০ বছরের কম ও
- পিএইচডির জন্য ৪০ বছরের কম বয়সী শিক্ষার্থী হতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ দিন: আগামী ১৪ জুলাই ২০২৫ইং
Discussion about this post