শিক্ষার আলো ডেস্ক
সাময়িকভাবে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি আশরাফুল ইসলাম মিশান গণমাধ্যমকে এ তথ্য জানান।
‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠনসহ ছয় দফা দাবিতে গত কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। তাদের দাবি পূরণে আজ আট সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এরপরই আন্দোলন সাময়িকভাবে স্থগিতের এ সিদ্ধান্ত এল।
আশরাফুল ইসলাম বলেন, ‘সচিবালয়ের সিদ্ধান্ত এবং সচিবালয় গঠিত কমিটিকে আমরা অবশ্যই মান্য করি। সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলনকে আপাততভাবে আমরা স্থগিত করছি।পরবর্তীতে এই কমিটির কার্যক্রম লক্ষ্য করে আমরা আমাদের কার্যক্রমের দিকে আগাব,’ বলেন তিনি।
আন্দোলনরত শিক্ষার্থীদের আরো এক প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, ‘আমাদের আন্দোলন সাময়িক সময়ের জন্য স্থগিত থাকবে। পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে নির্দেশনা দিতে থাকব। যেসব পলিটেকনিকে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে সেখানে প্রশাসনিক কার্যক্রম চালানোর সুযোগ করে দেন।’
Discussion about this post