শিক্ষার আলো ডেস্ক
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হাকিম ও মিলন চত্বরে ডাস্টবিন ও সচেতনতামূলক প্লাকার্ড স্থাপন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীরা। সংগঠনটির এ আয়োজনটি বেশ প্রশংসা পাচ্ছে।
আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রাকিব হোসেন এবং সদস্য সাব্বির আহম্মেদ, ইদ্রিস আলী মুরাদ, সায়মনসহ হল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে মো. তরিকুল ইসলাম তারিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বোধ থেকে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছি আমরা। তারেক রহমানের অভিপ্রায় দেশের প্রত্যেকটি ক্যাম্পাস হবে শিক্ষার্থীবান্ধব, পরিচ্ছন্ন এবং বিজ্ঞানমুখী। সেই আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এবং মিলন চত্বরে দীর্ঘদিনের জমানো ময়লা-আবর্জনা পরিষ্কার করে দৃষ্টিনন্দন করার চেষ্টা করেছি। পাশাপাশি যাতে শিক্ষার্থীরা যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে এজন্য ডাস্টবিন স্থাপন করেছি। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টানিয়েছি সচেতনতামূলক নানান স্লোগান।
Discussion about this post