নিজস্ব প্রতিবেদক
অনলাইনে আবেদনের সময় নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অনেকে ব্যাংক হিসাব সংক্রান্ত অনেক ভুল করেছেন । চলতি মে মাসের প্রথম সপ্তাহে তারা এই আবেদনগুলো করেন। কেউ ব্যাংকের হিসাব নম্বর ভুল করেছেন তো কেউ শাখার নাম ভুল লিখেছেন তো কেউ আবার থানা বা উপজেলার নাম ভুল করেছেন। ফলে কারো কারো এমপিওর টাকা যায়নি। এমপিওর টাকা পাঠানোর জন্য শিক্ষকরা এই হিসেবগুলো খুলেছিলেন। এসব ব্যাংকের হিসাব সংক্রান্ত যে কোনো ভুল আগামী ২৭ মে বুধবারের মধ্যে সংশোধনের জন্য বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর হতে ঈদের দিন (২৫ মে)পরিচালক প্রফেসর মো:শাহেদুল খবির চেীধুরি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এ বিষয়ে অধিদপ্তর সূত্র বলেন, মে মাসে নতুন এমপিওভুক্ত ও স্তর পরিবর্তন হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কারো কারো ব্যাংকের হিসাব নম্বরে বা শাখার নামে বা থানা/ উপজেলার নামে ভুল রয়েছে। এমপিওর জন্য আবেদনের সাথে তথ্যছক পূরণ করার সময় এই ভুলগুলো হয়েছে বলে জানা যায়। এসব ভুল সংশোধন করে জেলা শিক্ষা অফিসারদেরকে ২৭ মে’র মধ্যে মাধ্যমিক ও উচচশিক্ষা অধিদপ্তরকে পাঠাতে হবে। আজ ২৫ মে এ সংক্রান্ত একটি চিঠি সব জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের পাঠানো হয়েছে। জেলা শিক্ষা অফিসারগণ ইমেইলে ২৭ তারিখে মধ্যে সঠিক হিসেবগুলো শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন।
Discussion about this post