ক্রীড়া ডেস্ক
কোচ আসে কোচ যায়। এ ধারায় চন্ডিকা হাথুরুসিংহে খানিকটা ব্যতিক্রম। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনিও বাংলাদেশ দলের কোচ ছিলেন। কিন্তু তাঁর মতো আর কোনো কোচকে নিয়ে এত কথা হয়নি। হাথুরুসিংহে সাফল্য এনে দিলেও তাঁকে ঘিরে বিতর্কই তৈরি হয়েছে সবচেয়ে বেশি।
ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কটা তেমন জমেনি হাথুরুসিংহের। বিরোধ ছিল দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে। মুশফিকুর রহিম সে সময় নেতৃত্বে,বিষয়গুলো খুব কাছ থেকেই দেখেছেন মুশফিক। ’ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাৎকারে সেসব দিন নিয়ে কথা বলেছেন সাবেক এ অধিনায়ক।
মুশফিক স্পষ্টই বলেছেন, লঙ্কান এ কোচ যখন বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে আসেন তখন সিনিয়ররা খুব ভালো ফর্মে ছিলেন। আগের কোচরা শ্রম ও সময় বিনিয়োগ করেও ফল পাননি। কিন্তু সে সময় মুশফিকরা খুব ভালো ফর্মে ছিলেন বলেই হাথুরুসিংহে এসেই সুফল পেতে শুরু করেন।
মুশফিক বলেন, ’সব কোচেরই কাজের ধরণ আলাদা। তার ভাবনার ধরন আলাদা ছিল। তিনি সৃষ্টিশীলতা ও দর্শন দিয়ে সাফল্য পেয়েছে এটা অস্বীকার করা যায় না। কিন্তু তাঁকে এটাও স্বীকার করতে হবে যখন এসেছিল (কোচ হয়ে) দলের বেশ কিছু ক্রিকেটারের দারুণ সম্ভাবনা ছিল। যেমন তামিম, সাকিব, মাশরাফি ও আমি। তিনি এমন সময় কোচের দায়িত্ব নিয়েছেন যখন পাঁচ-ছয়জন সিনিয়র খেলোয়াড় ভালো করছে। তার দলটাকে শুধু তৈরি করতে হতো। আগের কোচেরা অনেক কিছু করেও ফল পায়নি। কিন্তু তিনি আসা মাত্রই ফল পেতে শুরু করেন।’
২০১৭ সালে হুট করে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন হাথুরুসিংহে। তাঁর পদত্যাগের ধরনে কোনো পেশাদারত্ব ছিল না। সে বছর দক্ষিণ আফ্রিকা সফরে চরম ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। মুশফিক সে স্মৃতি টেনে বলেন, ’সম্ভবত আমরা একে-অপরকে বুঝতে পারিনি। সত্যি বলতে তেমন নির্দিষ্ট কোনো সমস্যা ছিল না। এটা সত্য, কিছু সময় তাঁর বিরোধিতার পরও আমি সিদ্ধান্ত নিয়েছি। এর উল্টোটাও ঘটেছে। দক্ষিণ আফ্রিকা সফরে তিনি সম্পুর্ণ অন্যরকম আচরণ করেছেন। দলীয় বৈঠক ও অনুশীলনে তিনি খুব কম থেকেছেন। এটা দলের ওপর প্রভাব ফেলে। তখন আমি একা, কোনো সমর্থন পাইনি।’
হাথুরুসিংহের সঙ্গে সম্পর্কের ধরন বোঝাতে মুশফিক সরাসরিই বলেছেন, ’দল সাফল্য পেলে প্রশংসা জোটে কোচের। দল খারাপ করলে দায় নিতে হতো আমাকে। সে সময় একা হয়ে পড়েছিলাম। দল ভালো করার প্রশংসা তিনি পেলেখারাপ পারফরম্যান্সের সময়ও অধিনায়কের পাশে দাঁড়াতে হতো তাঁকে। তাই নিজেকে খুব দূর্ভাগা মনে করি যে, সে সময় তাঁর কোনো সমর্থন পাইনি। এটা আমার ও দলের ওপর প্রভাব ফেলেছিল।’
Discussion about this post