করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক ছাড়া কেউ বাইরে বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ৩১ তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চালুসহ বেশ কিছু নির্দেশনা দিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে মাস্ক পরার বাধ্যবাধকতার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ মে থেকে বাস, ট্রেন, লঞ্চ চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। প্রত্যেক জেলার প্রবেশ এবং বের হওয়ার মুখে চেকপোস্ট বসাতে হবে। নিষেধাজ্ঞা চলাকালে সাধারণ মানুষকে বাড়িতেই অবস্থান করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি ছাড়া কোনক্রমেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
Discussion about this post