সিদ্ধার্থ মজুমদার
বাড়ির ছোট্ট শিশুটি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ব্যস্ত ভঙ্গিতে। সকালের নাশতা শেষে মনে হলো দাঁত মাজেনি। তড়িঘড়ি করে মাজতে গিয়ে বাধল বিপত্তি। ব্রাশ ভরে গেছে রক্তে। শিশুটিও ঘাবড়ে গেছে। মা-বাবা ঘাবড়ালেন আরও। কী করতে হবে তখন? আর কেনই বা দাঁত থেকে রক্ত ঝরল! এটা কি তবে বড় অসুখ, না সাধারণ কারণে ঘটেছে? আসুন, জেনে নেওয়া যাক আদ্যোপান্ত।
দাঁতে রক্ত যখন
শিশুর মুখ থেকে যেসব কারণে রক্ত পড়তে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ এগুলোই—
মাড়িতে সংক্রমণ হলে দাঁত থেকে রক্ত পড়তে পারে।
আঘাতজনিত কারণেও দাঁত থেকে রক্ত পড়ে।
যেকোনো ধরনের মাড়ির রোগ হলে।
ভিটামিনের অভাবেও দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে।
সঠিক পদ্ধতিতে দাঁত না মাজলে।
রক্ত রোগের কারণেও মাড়ি থেকে রক্ত পড়তে পারে।
ডেঙ্গু হলেও কখনো কখনো দাঁতের গোড়া থেকে রক্ত আসে।
হিমোফিলিয়ার কারণেও রক্ত পড়ে দাঁত থেকে।
শিশুর লিউকেমিয়া হলেও দাঁত থেকে রক্ত পড়ে।
আবার দুধদাঁত পড়ে গেলেও রক্ত পড়ে কিছুটা।
রক্ত পড়া রোধে করণীয়
প্রথমেই রক্ত পড়ার কারণগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নির্দিষ্ট কোনো রোগের কারণে দাঁত থেকে রক্ত পড়লে সেই রোগের চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রথমেই। রোগের উপসর্গ হিসেবে রক্ত পড়া বন্ধ হবে। সাধারণ যেসব কারণে রক্ত পড়ে, তার প্রতিরোধে যে প্রস্তুতি নিতে হবে তা জেনে নেওয়া যাক।
চিনিযুক্ত খাবার, চকলেট দাঁতের নানা রোগের কারণ। এ খাবারগুলো শিশুর কাছ থেকে দূরে রাখতে হবে।
শিশুদের সব ধরনের ফল খেতে দিতে হবে। দামি ফল দিতে হবে এমন কথা নেই। মৌসুমি দেশি ফলেই শিশুর চাহিদা পূরণ হবে।
শিশুদের শাকসবজি খাওয়ানোর অভ্যাস করতে হবে।
সঠিক পদ্ধতিতে শিশুকে দাঁত মাজতে শেখাতে হবে। দাঁতে জোরে চাপ দিয়ে ব্রাশ না করে আলতো করে ব্রাশ করতে হবে।
প্রতিবার দাঁত মাজা শেষে শিশুকে মাড়ি ম্যাসাজ করতে উৎসাহিত
করুন।
বিশেষ করে, ভিটামিন ‘সি’ আর ‘কে’ আছে এমন খাবার শিশুর দাঁত থেকে রক্ত পড়া বন্ধে সাহায্য করে। তাই ‘সি’ ও ‘কে’ সমৃদ্ধ খাবার খাওয়াতে মনোযোগ দিন।
দাঁতের গোড়া থেকে রক্ত ঝরলে কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলকুচা করলে রক্ত বন্ধ হবে।
আদা রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। আদায় আছে অ্যান্টি ইনফ্লামেটরি ও ব্যাকটেরিয়া প্রতিরোধক গুণ।
শিশুর দাঁত ও মুখের স্বাস্থ্য সুরক্ষায় বছরে অন্তত দুবার দাঁতের চিকিৎসকের কাছে শিশুকে নিয়ে যান।
লেখক: চিকিৎসক
Discussion about this post