ক্রীড়া ডেস্ক
ইতালির সাবেক তারকা ফুটবলার আলেসান্দ্রো কাস্টাকুর্তা বলেছেন, আমি ভাগ্যবান যে দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। তবে ম্যারাডোনার চেয়ে মেসিই বেশি উত্তেজনাপূর্ণ খেলোয়াড়।
এসি মিলানের কিংবদন্তি এ ফুটবলার আরও বলেছেন, ম্যারাডোনা ও মেসির প্রতিভা প্রায় একই। মাঠে নিজেদের প্রকাশ করার ক্ষেত্রে তারা দু’জনই একই রকম। তবে লিওনেল মেসি ম্যারাডোনার চেয়ে ঠাণ্ডা মেজাজি ফুটবলার।
ইতালীয় টিভি চ্যানেল স্কাই ইতালিকে আলেসান্দ্রো কাস্টাকুর্তা আরও বলেছেন, ম্যারাডোনা এমন এক সময়ে খেলেছিলেন যখন ডিফেন্ডাররা চাইলে তার বিপক্ষে আরও ভালো খেলতে পারত। কিন্তু লিওনেল মেসি অন্য লেভেলের, সে তার প্রতিভা দিয়ে তা প্রমাণ করেছে।
এসি মিলানের সেন্টার-ব্যাক আলেসান্দ্রো বার্সেলোনার বিপক্ষে একটি ম্যাচে ১৬ বছর বয়সী তরুণ লিওনেল মেসির মুখোমুখি হওয়ার দিনটি স্মরণ করে বলেন, আমি যখন মেসির মুখোমুখি হয়েছিলাম তখন সে ছিল ১৬ বছরের এক তরুণ। সেই ম্যাচেই লিও তার প্রতিভার প্রমাণ দিয়েছিল।
Discussion about this post