নিউজ ডেস্ক
চট্টগ্রামে প্রথম প্লাজমা থেরাপি নেওয়া চিকিৎসক করোনামুক্ত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সামিরুল ইসলামের প্রথমবারের নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ।
তিনি বলেন, ‘ডা. সামিরুলের অবস্থা আগের চেয়ে ভালো। তবে করোনার কারণে ফুসফুসের যে ক্ষতি হয়েছে তা থেকে সুস্থ হতে একটু সময় লাগবে। চিকিৎসা দেওয়ার পর প্রথমবার নমুনা পরীক্ষায় করা হয়। এতে নেগেটিভ ফলাফল আসে।’
প্রসঙ্গত, গত ২৬ মে রক্তের প্লাজমা দেওয়া হয় চমেক হাসপাতালের এই চিকিৎসককে। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা মো. তারেক নামে এক ব্যক্তি এবং পুলিশ কনস্টেবল অরুন চাকমা প্লাজমা দেন। এর আগে ডা. সামিরুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে ১১ দিন বাসায় চিকিৎসা নেন। গত ২১ মে তাকে চমেক হাসপতালের একটি কেবিনে চিকিৎসা দেওয়া হয়।
Discussion about this post