নিজস্ব প্রতিবেদক
আগামী ৮ জুনের মধ্যে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের তালিকা চেয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। আগামীকাল ৩ জুন থেকে অনলাইনে তথ্য দেয়া যাবে। শিক্ষক-কর্মচারীদের জেলাওয়ারি তথ্য সংগ্রহের লক্ষ্যে এসব তথ্য চাওয়া হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ড থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
বোর্ডের পরিদর্শক প্রকৌশলী মো. আব্দুল কুদ্দুস সরদার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, শিক্ষক-কর্মচারীদের তথ্য জেলাওয়ারি সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, তুলনা করা, ৪র্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন চ্যালেঞ্জেস, অ্যাডাপ্টিং, ফেসিং ও যাচাই-বাছাইয়ের জন্য আগামী ৩ জুন থেকে ৮ জুনের মধ্যে শিক্ষক-কর্মচারীদের তথ্য অনলাইনে সাবমিট করতে হবে।নির্ধারিত লিংকে (http://eomsbd.com/bteb) প্রবেশ করে ইংরেজিতে শিক্ষক কর্মচারীদের তথ্য সাবমিট করতে বলা হয়েছে।
একই সাথে দক্ষতার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
Discussion about this post