নিজস্ব প্রতিবেদক
১ হাজার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভবন মেরামতের জন্য ১৭ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসব স্কুলের ভবনগুলোর রুটিন মেইনটেনেন্স করা হবে এ টাকায়। প্রতিটি স্কুলকে ভবন মেরামতের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। একইসাথে বরাদ্দ পাওয়া স্কুলগুলো ভবনগুলো মেরামতের কাজ করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, স্কুলের ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বুধবার (৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
জানা গেছে, রাজস্বখাতভূক্ত বাজেটের আওতায় আওতায় এই ১ হাজার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভবন মেরামতের টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ টাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও স্থাপনা খাতে বরাদ্দ থেকে দেয়া হবে। একইসাথে বরাদ্দপ্রাপ্তর স্কুলগুলোর তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এসব টাকা উত্তোলন এবং ব্যয়ের ক্ষমতা দেয়া হয়েছে।
একই সাথে নিবিড় তদারকির মাধ্যমে ফুলগুলোর ভবন মেরামতের কাজ শেষ করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এবং প্রধান শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে। আর ভ্যাট প্রমাণসহ সংশ্লিষ্ট বিল ভাউচার সংরক্ষণ করতেও বলা হয়েছে। আর খরচ না হওয়া টাকা ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত পাঠাতে বলা হয়েছে।
Discussion about this post