প্রতিবছর সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন ফ্ল্যাগশিপ আইফোন উন্মোচন করে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। করোনাভাইরাস সংকটে পুরো বিশ্বই যখন গোলমেলে পরিস্থিতির মধ্যে রয়েছে তখন পরিবর্তন আসতে পারে অ্যাপলের এই প্রথায়ও।
সেপ্টেম্বরের বদলে উন্মোচন প্রায় দুই মাস পিছিয়ে নভেম্বরে নতুন ফ্ল্যাগশিপ আইফোন উন্মোচন করতে পারে অ্যাপল। অনেকের মতে, ডিভাইসটির নাম হতে পারে আইফোন ১২।
বিনিয়োগকারী ব্যাংক কোয়েনের প্রতিবেদন বলছে, ধারণা মতে বছরের দ্বিতীয় প্রান্তিকে সাড়ে তিন কোটি আইফোন উৎপাদন করবে অ্যাপল, যা প্রথম প্রান্তিকের চেয়ে পাঁচ শতাংশ কম এবং গত বছরের একই প্রান্তিকের চেয়ে ১৩ শতাংশ কম।
Discussion about this post